দিনাজপুর সংবাদাতাঃ বাড়ীঘরের নিত্যপ্রয়োজনীয় ব্যবহায্য জিনিশপত্র চুরি করাই ওদের নেশা ছিল।
দিনাজপুরের ঘোড়াঘাটে ওই চোর দলের ২ সদস্যকে চোরাই মালামালসহ স্থানীয়দের সহযোগীতায় আটক করেছে ঘোড়াঘাট থানা পুলিশ।
আটককৃতরা হলো ঘোড়াঘাট উপজেলার রামেশ^পুর গ্রামের নুরুজ্জামান সরকারের ছেলে ওয়াসিম আকরাম(২৪) ও পাশ^বর্তি কশিগাড়ী গ্রামের দিলজার মন্ডলের ছেলে তারাজুল ইসলাম(২৫)।
তাদের চুরি করা মালামালের মধ্যে রয়েছে গ্যাস সিলিন্ডার, বৈদুতিক তার, রাইছ কুকার, সাব মার্সিবল পাম্প, গ্যাসের চুলা, কোদাল, চার্জার মেশিন,ভ্যানের বডি, লাইট, স্কু ড্রাইভার সহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী।
উদ্ধার করা চোরাই মালামালের মুল্য আনুমানিক পৌনে ২লক্ষ টাকা বলে জানা যায়।
ঘোড়াঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) আবু হাসান কবির জানান, চোরের বাড়ী থেকে বিভিন্ন মানুষের চুরি যাওয়া মালামালসহ দুইজনকে আটক করা হয়েছে।
পরে এক ভুক্তভোগী বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।