বিরল (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বিরলে বীর মুক্তিযোদ্ধা শ্রী অমল চন্দ্র রায় (৭০) কে সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে।
রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার ৪নং শহরগ্রাম ইউনিয়নের নওপাড়া শ্মশানে তার শেষ কৃত্য অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সেনাবাহিনীর একটি টিম রংপুর খোলাহাটি ক্যান্টনমেন্ট থেকে আসা ক্যাপটেন মোঃ রাসেল ও উপজেলা প্রশাসন থেকে আসা নির্বাহী অফিসার মোছাঃ আফছানা কাওছার এর নেতৃত্বে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান জানান।
এ সময় বিরল উপজেলার অন্যান্য বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, সাংবাদিক, রাজনৈতিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনসহ এলাকার বরেণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লখ্য, গত সোমবার ভোরে ভারতের ব্যাঙ্গালোরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বীর মুক্তিযোদ্ধা শ্রী অমল চন্দ্র রায় মারা যান। তিনি মৃত্যু কালে এক স্ত্রী এক ছেলে ও এক মেয়েসহ অসঙ্খ্য গুণগ্রাহী আতœীয় স্বজন রেখে যান।