আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম অসুস্থ। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রামেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, ঘনঘন পাতলা পায়খানা, রক্তচাপ কম, উচ্চমাত্রায় ডায়াবেকটিক ও পানিশূন্যতায় প্রায় অচেতন অবস্থায় বুধবার দুপুরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতারের ভিআইপি কেবিনে তার চিকিৎসা চলছে বলে জানান তিনি।
ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, অ্যাডভোকেট কামরুল ইসলাম এখন কিছুটা সাড়া দিচ্ছেন, তবে তিনি শংকামুক্ত নন।
এদিকে অসুস্থ কামরুল ইসলামকে দেখতে হাসপাতালে যান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। তিনি তার চিকিৎসার খোঁজ খরব নেন।
কামরুল ইসলামকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হতে পারে বলে জানা গেছে।
রাজশাহী বার কাউন্সিল নির্বাচন ২০২২-এ বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্যানেলের পরিচিতি সভায় যোগ দিতে অ্যাডভোকেট কামরুল ইসলাম রাজশাহী যান। বুধবার সকালে তার ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল।