দিনাজপুর সংবাদাতাঃ দিনাজপুরে বিভিন্ন ঔষধ ফার্মেসীসহ তেলের কৃত্রিম সংকট এড়াতে পেট্রলপাম্প ও তেলের গুদামে অভিযান পরিচালনা করা হয়েছে ।
রবিবার সকাল থেকে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ রুমি এ অভিযান পরিচালনা করেন।
এসময় শহরের সুইহারী কলেজ রোড এলাকায় আহসান ফার্মেসীকে মেয়াদ উতীর্ণ ঔষধ রাখায় ৩হাজার টাকা ও নুর মেডিসিন স্টোরকে ফিজিসিয়ান স্যাপল বিক্রির অপরাধে ২হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া বিভিন্ন পেট্রল পাম্প ও তেলের গুদামে অতিরিক্ত তেল মজুদ না করার জন্য সতর্ক করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ রুমি বলেন সরকার নির্ধারিত বেধে দেওয়া মুল্যে বাজার সচল রাখতে ও কোন প্রতিষ্ঠান অতিরিক্ত তেল মজুদ করে বাজারে যেন কৃত্রিম সংকট না তৈরি করতে পারে সে লক্ষে অভিযানের পাশাপাশি সতর্ক করা হয় এবং বিভিন্ন ফার্মেসীতে তদারকি করা হয়।
জনসাধারনের অধিকার আদায়ে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর বিভিন্ন এলাকায় অভিযান কার্যক্রম অব্যাহত রেখে সর্বদা তৎপর রয়েছে বলেও জানান তিনি।