দিনাজপুর সংবাদাতাঃ র্যাব ১৩, সিপিসি-১, দিনাজপুর কর্তৃক অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ এক জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
দিনাজপুরে র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১৬ এপ্রিল ২০২২ খ্রিঃ দুপুরে রংপুর জেলার কাউনিয়া থানাধীন ২ নং হারাগাছ ইউপি ০১ নং ওয়ার্ড ধুমগারা গ্রামস্থ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩০০ পিস ইয়াবাসহ আসামী ১। মোঃ শাহিনুর ইসলাম (৪০), সাং- হারাগাছ, থানা- কাউনিয়া, জেলা- রংপুর কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী বেশ কিছু দিন যাবৎ ভারতীয় সীমান্ত এলাকা হইতে বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করিয়া স্থানীয়ভাবে মাদক ব্যবসা করিয়া আসিতেছে মর্মে স্বীকার করে।
ধৃত আসামীর বিরুদ্ধে রংপুর জেলার কাউনিয়া থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করে আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।