শনিবার সকালে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বাজার অভিযান পরিচালনা করা হয় এবং বিভিন্ন খাদ্য প্রতিষ্ঠানে বিশহাজার টাকা জরিমানা করা হয়, আর সেই সাথে মেয়াদ উত্তীর্ণ, পচা-বাসি, অনিরাপদ ও নকল খাদ্য দ্রব্য ধ্বংস করা হয়।
যে সব প্রতিষ্ঠানে জরিমানা করা হয় জয়গুরু তৈল মিলে পাচহাজার, বিএম ট্রেডাস (পাচহাজার), শিল্পী, হোটেল দশহাজার টাকা ।
অভিযান পরিচালনা করেন জনাবা মমতাজ বেগম, সহকারী পরিচালক, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, দিনাজপুর জেলা কার্যালয়। প্রোসিকিউটর হিসাবে ছিলেন মোঃ ইসরাইল হোসাইন, উপজেলা স্যানিটারী
ইন্সপেক্টর এবং নিরাপদ খাদ্য পরিদর্শক, ঘোড়াঘাট,দিনাজপুর। এবং সংগে ছিলেন দিনাজপুরের র্যাব এর সদস্য বৃন্দ। ইসরাইল হোসাইন বলেন জনস্বার্থে অভিযান অভ্যাহত থাকবে, ইনশাআল্লাহ।