দিনাজপুর সংবাদাতাঃ দিনাজপুরের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
আজ (শনিবার) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আজ শনিবার দুপুর ১২টা পর্যন্ত দিনাজপুরের তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস।
পূর্বাভাসে বলা হয়েছে, আরো কিছুদিন এ পরিস্থিতি থাকবে। আবহাওয়া প্রায় শুষ্ক থাকবে।