04 Retesh-Jelineহাজারো নারীর হৃদয়ে রক্তক্ষরণ করে ২০১২ সালের ফেব্রুয়ারি মাসে বলিউডের মিষ্টি মেয়ে জেনেলিয়া ডি’সুজার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের দু’বছরের ক্রান্তিলগ্নে এসে আর একবার ভক্তদের দিলেন খুশির খবর। আর সেই খবরটি হল বাবা-মা হতে চলেছেন এই মিষ্টি তারকা দম্পতি। তবে বইয়ের পর জেনেলিয়ার গর্ভবতী হবার পর খবর ছড়িয়ে পড়লে রিতেশ তা স্বীকার করেন।

ভক্তদের মনে কৌতূহলের সৃষ্টি হয় গর্ভবতী হবার পর কেমন হয়ে গেছেন এই অভিনেত্রী। আর এবার ভক্তদের সেই কৌতূহলকে কাটালেন খোদ জেনেলিয়া।

মারাঠি সিনেমা ‘লাই ভরি’র লঞ্চিং অনুষ্ঠানে যাতে বলে চাঁদের হাট বসেছিল। কিন্তু সবার নজর অফ হোয়াইট আনারকলির দিকে। বুঝলেন না তো? কে আবার জেনিলিয়া দেশমুখ। প্রেগনেন্সির খবর জানাজানির এই প্রথম প্রকাশ্যে এলেন জেনিলিয়া, সঙ্গে অবশ্যই রিতেশ।

রিতেশ এই সিনেমার মাধ্যমেই মারাঠি সিনেমাতে প্রবেশ করলেন। ফিল্মের লঞ্চিংয়ে নিজের চিরাচরিত ভঙ্গিতেই দেখা গেল জেনিলিয়াকে। কিন্তু রিতেশ যেন একটু বেশিই চিন্তিত। না সিনেমা নিয়ে নয়, জেনির যতেœ। দুজনকে দেখেই বোঝা গেল প্রথম সন্তান আসতে চলায় দুজনেই খুব উৎসাহিত।

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য