02 hani singভারতীয় মিউজিশিয়ান ইয়ো ইয়ো হানি সিং প্রাইভেট অ্যালবামের কাজ থেকে দূরে আছেন। বলিউডে ইতোমধ্যে তিনি এঁকেছেন সাফল্যের চিহ্ন। হানি সিং সালমানের সাথে একটি প্রজেক্টে কাজ করতে চান।

সাইফ আলী খান এবং দীপিকা পাডুকোন অভিনীত ‘ককটেল’ ছবি এবং অক্ষয় কুমারের ‘খিলাদি’ ছবির গান কম্পোজ করেছেন হানি। সম্প্রতি তিনি শাহরুখ খানের ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবিতে গানের কাজ করেছেন।

এখন সালমানের পালা। একটি সেলিব্রেটি ক্রিকেট টুর্নামেন্টে সালমান ও হানি সাক্ষাৎ করেন। তারা কমপক্ষে ৩০ মিনিট কাজের বিষয়ে কথা বলেন। ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে সালমানের নতুন ছবিতে একটি গানের কম্পোজ করবেন হানি।

এই আলোচনার সময় খুব প্রফুল দেখা গেছে সালমানকে। অন্যান্যের সাথে কথা বলা বাকি রেখেও সালমান হানিকে সময় দিয়েছেন। সূত্র: হিন্দুস্তান টাইমস

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য