04 Mimশুরু থেকেই নির্মাতা রেদওয়ান রনি বলে আসছিলেন তার দ্বিতীয় সিনেমায় বেশ কিছু চমক থাকছে। চলচ্চিত্র নির্মাণে এবার তিনি একের পর এক চমক দেখাচ্ছেন। মরিচীকা শিরোনামের নতুন সিনেমায় প্রথমবার একসঙ্গে জুটিবদ্ধ হচ্ছে সঙ্গীত শিল্পী, অভিনেতা তাহসান এবং মডেল নুসরাত ফারিয়াকে। এবার রনি তার ভক্তদের জানালেন আরো এক নতুন খবর। রেদওয়ান রনি পরিচালিত মরীচিকা সিনেমায় অভিনয় করছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। এ প্রসঙ্গে রনি বলেন, ‘এখন শিল্পীদের তালিকা চূড়ান্ত করা হচ্ছে। মিমের সঙ্গে চুক্তি হয়েছে তিনি সিনেমাটিতে অভিনয় করতে যাচ্ছেন। রনি আরো জানিয়েছেন, মরীচিকা সিনেমায় মিমকে শান্ত মেয়ে চরিত্রে দেখা যাবে। মিম অভিনয় করবেন তাহসানের বিপরীতে।’ এদিকে মিম জানিয়েছেন, ‘এর আগে নাটকে তাহসানের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা থাকলেও সিনেমায় দুজন প্রথমবার অভিনয় করতে যাচ্ছেন। তবে সিনেমায় অভিনয়ের দিকে থেকে তাহসানের চাইতে কিছুটা সিনিয়র মিম।’ কারণ শোবিজ অঙ্গনে মিমের শুরুটা নন্দিত নির্মাতা হুমায়ূন আহমেদ এর ‘আমার আছে জল’ সিনেমার মাধ্যমে। এর বাণিজ্যিক সিনেমায়ও দেখা গেছে এ অভিনেত্রী। সে দিক থেকে তাহসানের এটাই প্রখম সিনেমা। এখন দেখার অপেক্ষা এ জুটি কেমন সাফল্য ছড়াতে পারেন?

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য