Rdrs pic-24-05-14-মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥ ২৪মে শনিবার সকাল ১০ টায় বোচাগঞ্জ উপজেলার ৬নং রনগাও ইউনিয়নের মোবারকপুর সমাজ কল্যান সংস্থার কার্যালয়ে আরডিআরএস বাংলাদেশ বোচাগঞ্জ দিনাজপুরের আয়োজনে এবং রনগাও কৃষক ফোরামের বাস্তবায়নে দিন ব্যাপী ধানের সার ব্যবস্থানার নিউট্রিয়েন্ট ম্যানেজারের উপর এক দিনের প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। রনগাও ইউনিয়ন ফেডারেশনের সভাপতি মোঃ আজাহারুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে কৃষক ফোরামের ১০ জন কৃষান/কৃষানীকে প্রশিক্ষন প্রদান করেন আরডিআরএস বাংলাদেশ দিনাজপুরের কৃষি কর্মকর্তা সৈয়দা নাজমা পারভীন। দিন ব্যাপী প্রশিক্ষনে ধানের সার ব্যবস্থানার নিউট্রিয়েন্ট ম্যানেজারের উপর বিস্তারিত আলোচনা করা হয়। কৃষকরা এ প্রশিক্ষনকে কাজে লাগিয়ে জমিতে কম সার ব্যবহার করে অধিক ফলন উৎপাদনের মাধ্যমে দারিদ্র বিমোচনে সক্ষম হবেন। উল্লেখ্য যে, আরডিআরএস বাংলাদেশ দিনাজপুর কৃষি ও পরিবেশ ইউনিটের মাধ্যমে দিনাজপুর সদরে ১৪৮ বিঘা, বীরগঞ্জ উপজেলায় ১২০ বিঘা ও বোচাগঞ্জের রনগাও ইউনয়নে ২২ বিঘা সর্বমোট ২৯০ বিঘা জমিতে পারিজা ধান বপন করেছে। ৯০ দিনের মধ্যে ধান কর্তনের মাধ্যমে উক্ত জমিতে আগাম আমন ধানসহ সরিষা, আলু ও মুগডাল আবাদ করা হবে।

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য