1aরতন সিং দিনাজপুর ॥ দিনাজপুর শহরে ইজি বাইক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১৩ জন অহত হয়েছে। আহতদের মধ্য ৭ জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দিনাজপুর পুলিশ কন্টোলরুম সূত্রে প্রকাশ, শনিবার বেলা ১১ টায় দিনাজপু শহরের নিমনগর ফুলবাড়ী বাসষ্টান্ড নামক স্থানে একটি যাত্রীবাহী ইজিবাইক ও একটি মাইক্রোবাসের মুখোমুখী সংঘর্ষে ইজিবাইক দুমরে মুচরে এবং মাইক্রোবাসের সমূখের গ্লাস ভেঙ্গে যায়। ফলে ইজিবাইক ও মাইক্রোবাসের চালক সহ ১৩ জন আহত হয়। আহতদের মধ্যে গুরুত্বর আহত নরেন (৪০), সুবল (৪২), হরেন্দ্র (৪৫), সবিতারাণী (৩৫), নমিতা (১২), রফিক (৩২) ও সাবু (২২) কে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত ৬ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। দূর্ঘটনায় কবলিত মাইক্রোবাস ও ইজিবাইক পুলিশ হেফাজতে রয়েছে।

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য