Arr1ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে হুমায়ুন মাস্টার হত্যা মামলার ১জন গ্রেফতার হয়েছে। জানা যায়, গত ১৭ মে দুপুর ২টায় বলগাড়ী বাজারে হুমায়ুন মাস্টার, তার আড়ৎ ঘরে ধান ক্রয়ের সময় একদল দূর্বৃত্ত তাকে কুপিয়ে জখম করে ফেলে যায়। স্থানীয় লোকজন তাকে প্রথমে ঘোড়াঘাট হাসপাতালে ভর্তির পর আশঙ্কাজনক দেখা দেয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নেয়ার পর তার মৃত্যু ঘটে। এ ব্যাপারে তার বাবা বাদী হয়ে ঘোড়াঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করলে ওই মামলার প্রেক্ষিতে ২১ মে ভোর রাতে ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ ফরহাদ ইমরুল কায়েস সঙ্গীয় ফোর্স সহ বলগাড়ী বাজার গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে বাচ্চু মিয়াকে গ্রেফতার করে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করেন।

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য