NEC PMআগামী অর্থবছরের (২০১৪-২০১৫) জন্য ৮০ হাজার ৩১৫ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন করেছে সরকার, যা চলতি অর্থবছরের সংশোধিত এডিপির চেয়ে ২০ হাজার ৩১৫ কোটি টাকা বেশি।

নতুন এডিপিতে সায়ত্ত্বশাসিত সংস্থাগুলোর জন্য বরাদ্দ রাখা হয়েছে ৫ হাজার ৬৮১ কোটি টাকা।

গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় বিশাল আকারের এই এডিপির অনুমোদন দেয়া হয়।

অনুমোদিত এডিপির মধ্যে নিজস্ব তহবিল থেকে ৫২ হাজার ৬১৫ কোটি টাকা যোগান দেয়া হবে। আর প্রকল্প সাহায্য থেকে আসবে ২৭ হাজার ৭০০ কোটি টাকা। শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রে বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এসব তথ্য জানান।

এডিপিতে দেশের সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্প পদ্মা সেতু নির্মাণের জন্য ৮ হাজার ১০০ কোটি টাকা রাখা হয়েছে। চলতি ২০১৩-১৪ অর্থবছরে মূল এডিপির আকার ছিল ৬৫ হাজার ৮৭২ কোটি টাকা। পরে এপ্রিল মাসে তা সংশোধন করে ৬০ হাজার কোটি টাকায় নামিয়ে আনা হয়।

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য