Madokগত ১৪মে হতে ১৫ মে সকাল পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নায়েব সুবেদার শায়খুল, হাবিলদার সৈয়দ আলী, হাবিলদার আব্বাস, হাবিলদার আসাদুজ্জামান এবং নায়েক আব্দুল গফুর নেতৃত্বে বিজিবি সদস্যগন বিরামপুর ও কোতোয়ালী থানাস্থ কনজকুড়ি, মোটনপুর টোল প্লাজা, মুরারীপুর, বিরামপুর রেলওয়ে ষ্টেশন এবং বিচকিননি নামক স্থানে পৃথক পৃথক অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৬৬ বোতল ফেন্সিডিল, ০৬ লিটার দেশী মদ, ১৮.৫ কেজি কিচমিচ, ০৫ টি শার্ট পিচ এবং ২৪ টি ভেটনোভেট ক্রীম আটক করতে সক্ষম হয়। আটককৃত মালামালের আনুমানিক মুল্য ১, ১৯, ১২০/- টাকা। উদ্ধারকৃত মাদকদ্রব্যসমূহ ধ্বংসের নিমিত্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পার্বতীপুর এর অবগতি সাপেক্ষে ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়নে জমা রাখা হয়েছে এবং অন্যান্য মালামাল সিজারের মাধ্যমে দিনাজপুর কাস্টম্স অফিসে জমা করা হয়েছে।

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য