দিনাজপুর সংবাদাতাঃ দিনাজপুরের নবাবগঞ্জে নিজ বিদ্যালয়ে রঙ মিস্ত্রির কাজ করে এলাকাবাসীর প্রশংসা কুড়ালেন দিশবন্দী হাতিশাল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মেফতাউল ইসলাম।
আজ সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত তিনি বিদ্যালয়ে অবস্থান করে দীর্ঘ দিন পড়ে থাকা শহীদ মিনারে রঙ প্রদান এবং অপরিস্কার বিদ্যালয় পরিস্কার করার কার্যক্রম চালায়।
এ বিষয়ে মেফতাউল ইসলাম জানান, আজ বিদ্যালয়ে এসে রঙ মিস্ত্রির সন্ধান করলে তিনি খুজে পেতে ব্যর্থ হোন। অবশেষে প্রধান শিক্ষকের সহযোগীতা ও দিকনির্দেশনায় নিজেই এই কাজ করার প্রস্তুতি গ্রহন করেন।
এ বিষয়ে প্রধান শিক্ষক বিধান চন্দ্র রায় বলেন, মেফতাউল ইসলাম বিদ্যালয়ের সৌন্দর্য বর্ধনে প্রায়শই এ ধরণের কাজ করে থাকেন। এ সময় এই কাজে বাজেট-বরাদ্দ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এটি সম্পূর্ণ তার ব্যাক্তিগত খরচে হচ্ছে।
এ সময় উপস্থিত সাধারণ মানুষের মধ্যে যুবলীগের ওয়ার্ড সভাপতি আলম মিয়া এ কাজের জন্য ভুয়সী প্রশংসা ও ভবিষ্যতে এ ধরনের কাজের জন্য উৎসাহ প্রদান করেন।
সাম্প্রতিক কমেন্ট