বিরল (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বিরলে ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হযেছে। একজন গুরুত্বর অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার ধর্মপুর ইউপি’র ধর্মপুর-কামদেবপুর সড়কের শালবাগান নামকস্থানে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ধর্মপুর গ্রামের নিতাই চন্দ্র বর্মনের ছেলে স্বাধীন চন্দ্র বর্মন (১৭) ও কাইচালুর ছেলে কার্তিক চন্দ্র (১৫)।
বিরল থানার অফিসার ইনচার্জ শেখ নাসিম নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ট্রাক্টরটি পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধনি রয়েছে।
সাম্প্রতিক কমেন্ট