দিনাজপুর সংবাদাতাঃ দিনাজপুর শহরের হাউজিং মোড়ে বালুবঝাই ট্রলির চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনা স্থলে ট্রলি শ্রমিকের মৃত্যু।
রবিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে শহরের হাউজিং মোড়ে এ দূর্ঘটনা ঘটে।
দূর্ঘটনায় রাস্তায় যানজোট সৃষ্টি হলে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় সুত্রে যানা যায়, বালু বোঝাই ট্রলিটি শহরে দিকে যাচ্ছিলো, রাস্তা পারাপার হওয়ার সময় এ দূর্ঘটনা ঘটে।
লাশ এম আব্দুর রহিম মেডিকেল কলেজ পাঠাোন হয়। এই রিপোর্ট লিখা পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি।
কোতোয়ালী থানার ওসি মোজাফ্ফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সাম্প্রতিক কমেন্ট