08 Sudhirবলিউড সত্তর দশকের জনপ্রিয় অভিনেতা সুধীর আর নেই। মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে সোমবার সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন সুধীর।

ফুসফুসের রোগে ভুগছিলেন তিনি। অস্ত্রোপচারও করা হয়েছিল এই অভিনেতার। আশির দশকে পার্শ্ব অভিনেতার চরিত্রে জনপ্রিয় ছিলেন তিনি। অভিনেতা সুধীরের আরেকটি পরিচয় পরিচালক মিলন লুথরিয়ার বড় ভাই তিনি। তার প্রয়াণে শেষ শ্রদ্ধা জানিয়েছেন বলিউডের নামি অভিনেতা ও অভিনেত্রীরা।

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য