দিনাজপুর সংবাদাতাঃ র্যাব ১৩, সিপিসি-১, দিনাজপুর কর্তৃক একটি অভিযানে ২২ (বাইশ) লিটার দেশীয় তৈরী চোলাই মদ মদসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
দিনাজপুরে র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, এর একটি আভিযানিক দল তারিখ ২৬ ডিসেম্বর ২০২০ খ্রিঃ দুপুরে দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন বাঙ্গিবেচা ব্রীজ এলাকায় অভিযান পরিচালনা করে ২২ (বাইশ) লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ আসামী কিশোর কুমার(৫১), পিতা মৃত গোপাল প্রসাদ, সাং-মালদহপট্টি (চকবাজার), থানা-কোতয়ালী, জেলা-দিনাজপুর’কে আটক করে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত আসামী স্বীকার করে যে, সে দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদক ব্যবসায় জড়িত। র্যাব বাদী হয়ে ধৃত আসামীর বিরুদ্ধে দিনাজপুর জেলার কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে এবং আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা রয়েছে।
সাম্প্রতিক কমেন্ট