যুক্তরাজ্য, কানাডা, বাহরাইন ও সৌদি আরবের পর এবার জরুরি ব্যবহারে ফাইজার-বায়োএনটেকের কোভিড-১৯ টিকার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।
শুক্রবার দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিও) ভ্যাকসিনটি ব্যাপকভিত্তিতে প্রয়োগে এ সবুজ সংকেত দেয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
আগেরদিন এফডিএ-র উপদেষ্টা প্যানেলের অধিকাংশ সদস্যও এই অনুমোদনে সুপারিশ করেছিলেন।
মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে, ফাইজারের এ টিকাকে দ্রুত অনুমোদন দিতে ডনাল্ড ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এফডিএকে ব্যাপক চাপ দেওয়া হয়েছিল।
শুক্রবারের মধ্যে টিকার অনুমোদন না দিতে পারলে পদ ছেড়ে দাও- এফডিএ প্রধানকে এ কথা বলা হয়েছিল বলে গুঞ্জনও রয়েছে।
এফডিএ প্রধান স্টিফেন হান অবশ্য এ গুঞ্জনকে ‘অসত্য’ বলে উড়িয়ে দিয়েছেন।
নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ায় যুক্তরাষ্ট্রে ‘২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে’ প্রথম টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন ট্রাম্প।
তার স্বাস্থ্য ও মানব সেবা মন্ত্রী অ্যালেক্স আজার এর আগে বলেছিলেন, তাদের মন্ত্রণালয় ও ফাইজার সোমবার বা মঙ্গলবার থেকে যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক টিকাদান কর্মসূচি শুরু করতে কাজ করছে।
বিশ্বের দেশগুলোর মধ্যে যুক্তরাজ্য প্রথম কোভিড-১৯ প্রতিরোধে ফাইজারের টিকা ব্যবহারের অনুমতি দিয়েছিল। দেশটিতে সবচেয়ে ঝুঁকিপূর্ণদের উপর টিকাটির প্রয়োগও চলছে।
এরপর ফাইজার-বায়োএনটেকের এ ভ্যাকসিন কানাডা, বাহরাইন এবং সৌদি আরবেও অনুমোদন পায়।
বুধবার যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে রেকর্ড ৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয় বলে জানিয়েছে বিবিসি। এর আগে কোভিড-১৯ এ বিশ্বের কোথাও একদিনে এত মৃত্যু দেখা যায়নি।
সাম্প্রতিক কমেন্ট