পঞ্চগড় পৌরসভা নির্বাচনে এক মেয়র প্রার্থী ও এক কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে জেলা রিটার্নিং অফিসার।
বৃহস্পতিবার মনোনয়নপত্র বাছাই শেষে হলফনামায় তথ্য গোপনের অভিযোগে মেয়র প্রার্থী জেলা জাগপার যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুব জাগপার সহ সভাপতি মো. শাহরিয়ার আলম বিপ্লব ও ঋণ খেলাফি হওয়ায় ২ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জাফর ইকবালের মনোনয়ন বাতিলের ঘোষণা দেয়া হয়। মনোনয়ন বাছাই শেষে পঞ্চগড় পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতায় রইলেন মাত্র দুই জন প্রার্থী।
এরা হলেন আওয়ামীলীগ মনোনিত প্রার্থী জাকিয়া খাতুন ও বিএনপি মনোনিত প্রার্থী বর্তমান মেয়র তৌহিদুল ইসলাম। নির্বাচনে ৩টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৬ জন এবং ৯টি সাধারণ ওয়ার্ডে ৩৭ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মো. আলমগীর।
সাম্প্রতিক কমেন্ট