সামসউদ্দীন চৌধুরী কালাম, পঞ্চগড় থেকেঃ পঞ্চগড় পৌরসভা নির্বাচনে উৎসবমূখর পরিবেশে মঙ্গলবার মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা।
বিকেলে মেয়র পদে আওয়ামীগ মনোনিত প্রার্থী জাকিয়া খাতুন, বিএনপি মনোনিত প্রার্থী বর্তমান মেয়র মো. তৌহিদুল ইসলাম ও জেলা জাগপার যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুব জাগপার সহ সভাপতি মো. শাহরিয়ার বিপ্লব দলের নেতাকর্মীদের নিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মো. আলমগীরের নিকট তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। এছাড়া ৩টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৬ জন এবং ৯টি সাধারণ ওয়ার্ডে ৩৮ জন প্রার্থীও তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
গত নির্বাচনে পঞ্চগড় পৌরসভার মোট ভোটার ছিল ৩০ হাজার ৭৭৫ জন। এবার তা বেড়ে হয়েছে ৩৫ হাজার ৯ জন। গত পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনিত প্রার্থী মো. তৌহিদুল ইসলাম ধানের শীষ প্রতীকে ১৩ হাজার ৮৬৮ ভোট পেয়ে পঞ্চম বারের মত মেয়র নির্বাচিত হন। আওয়ামী লীগের মনোনিত প্রার্থী জাকিয়া খাতুন নৌকা প্রতীকে ৬ হাজার ৭৯৮ ভোট পান।
সাম্প্রতিক কমেন্ট