দিনাজপুর সংবাদাতাঃ দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলায় কওমী মাদরাসা থেকে এহসানুল হক রিদয় (১০) এক ছাত্র নিখোঁজ হয়েছে।
এহসানুল হক রিদয় ২৩ নভেম্বর সোমবার সন্ধ্যায় উপজেলার রানীগঞ্জ কশিগাড়ী আজিজুল হক কওমী মাদরাসা থেকে নিখোজ হয়। শিশু রিদয় গত দুই বছর যাবত ওই মাদরাসায় লেখাপড়া করে আসছি।
নিখোঁজ এহসানুল হক রিদয় উপজেলার তোষাই জোড়গাড়ী গ্রামের রবিউল ইসলামের ছেলে। অনেক খোঁজাখুঁজির পরেও শিশুটির সন্ধান না পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় শিশুটির চাচা সাদ্দাম হোসেন ঘোড়াঘাট থানায় একটি সাধারন ডায়েরী করেন (যার নং-১০৫৮)।
শিশু রিদয়ের চাচা সাদ্দাম হোসেন বলেন, রিদয়কে অনেক খোঁজাখুঁজি করেছি। এলাকায় ও আশের গ্রাম গুলোতে মাইকিং করা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত রিদয়ের কোন খোঁজ পাওয়া যায়নি।
সাম্প্রতিক কমেন্ট