দীপাবলিতে বায়ু দূষণের রেকর্ড হলো ভারতের রাজধানী দিল্লিতে। শনিবার দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ৪১৪। যা ভেঙে দিয়েছে গত চার বছরের রেকর্ড।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, নিষেধাজ্ঞার পরেও দিল্লি এবং এর আশপাশের এলাগুলোতে দীপাবলি উপলক্ষে ফাটানো হয়েছে বাজি। আর এর ফলে তীব্র বায়ু দূষণ হয়েছে দিল্লিতে।
জানা গেছে, গত বৃহস্পতি ও শুক্রবার এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল যথাক্রমে ৩১৪ ও ৩৩৯। তবে শনিবার এটি ৪০০-র গণ্ডি পেরিয়ে যায়। গত বছরের দীপাবলিতে দিল্লির কোয়ালিটি ইনডেক্সের মান ছিল ৩৩৭। কিন্তু এবার সব রেকর্ডই ভেঙে গিয়েছে।
আগামী দু’দিনে তা আরও বাড়লে পরিস্থিতি ভয়ানক হয়ে উঠতে পারে। এর মধ্যেই আবার করোনার তৃতীয় ঢেউ শুরু হয়েছে দিল্লিতে। এই পরিস্থিতিতে দূষণ খুব বড় ফ্যাক্টর হয়ে ওঠার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যে অনেকেই চোখ জ্বালা, শ্বাসকষ্টের কথা জানিয়েছেন।
তবে এরই মধ্যে আশার কথা শুনিয়েছে ভারতের আবহাওয়া অধিদফতর। ভারতের আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার দিল্লিতে বিক্ষিপ্ত অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে।
সাম্প্রতিক কমেন্ট