দিনাজপুর সংবাদাতাঃ দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় সজিত কর্মকার (৩৫) নামে এক মটোরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
আজ বুধবার (১৪ অক্টোবর) বেলা ১২ টার সময় বিরামপুর ভাদুড়িয়া মহাসড়কে উপজেলার চড়ারহাট নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে। স্থানীয় এলাকাবাসী আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাৎক্ষনিক পাঠিয়ে দেয়।
পারিবারিক সুত্রে জানান যায়, নিহত সুজিত কর্মকার বিরামপুরে প্রতিদিনের ন্যায় ব্যক্তিগত কাজে মটোরসাইকেল নিয়ে যাচ্ছিলো। এমতাবস্থায় একটি পিকআপ ভ্যান চাপা দিলে সে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে রংপুরে চিকিৎসার জন্য পাঠিয়ে দেন। পরে বেলা ৩টার সময় চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
নিহত সজিত কর্মকার (৩৫) নবাবগঞ্জ উপজেলার ভাদুড়িয়া ইউনিয়নের শিমর গ্রামের সুরেশ কর্মকারের ছেলে।
সাম্প্রতিক কমেন্ট