দিনাজপুর সংবাদাতাঃ দিনাজপুরের হিলিতে বিজিবি ও বিএসএফএর ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ ৩০ সেপ্টেম্বর দুপুরে ২০ বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়ন এর অধীনস্থ হিলি আইসিপিতে ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মুহম্মদ ফেরদৌস হাসান টিটো এবং ১৯৯ বিএসএফ ব্যাটালিয়নের নবাগত কমান্ড্যান্ট অজয় কুমার তিওয়ারি মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে রৈঠক অনুষ্ঠিত হয়।
২০ বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়ন অধিনায়কলেঃ কর্নেল মুহম্মদ ফেরদৌস হাসান টিটো ১৯৯ বিএসএফ ব্যাটালিয়নের নবাগত কমান্ড্যান্ডকে জিরোপয়েন্টে ফুলের তোরা দিয়ে অভ্যর্থনা জানান।
বৈঠকে সীমান্ত হত্যা বন্ধসহ অবৈধ সীমান্ত অতিক্রম, চোরাচালান প্রতিরোধ, সীমান্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে আলোচনা করেন।
বিজিবি’র পক্ষে উপস্থিত ছিলেন ২০ বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়ন উপ-অধিনায়ক মেজর আবু নাইম খন্দকার এবং হিলিসিপি কোম্পানী কমান্ডার তবিবুর রহমান।
অপরদিকে বিএসএফ এর পক্ষে উপস্থিত ছিলেন ১৯৯ বিএসএফ ব্যাটালিয়ন এর হিলি বিএসএফ কোম্পানী কমান্ডার এসি জগদিস প্রসাদ এবং ১৮০ বিএসএফ ব্যাটালিয়নের কোম্পানী ইন্সপেক্টর ভি কে পান্ডে। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা শেষে বিএসএফ প্রতিনিধি দল ভারতে চলে যান।
সাম্প্রতিক কমেন্ট