ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সবজি বীজ বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে, কৃষি সম্প্রসারণ অফিস চত্তরে ২০২০-২১ চলতি অর্থ বছরের ২০২০-২১ খরিপ মৌসুমে শাক ও সবজি চাষ বৃদ্ধির লক্ষে উপজেলার ৭টি ইউনিয়নের ৭০জন ক্ষুদ্র ও প্রন্তিক কৃষককে বিনা মূল্যে শাক ও সবজি বীজ বিতরণ করা হয়।
শাক ও সবজি বীজ বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তারের সভাপতিতে¦, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজ।
এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন স্থরের কর্মকর্তা ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক কমেন্ট