দিনাজপুর সংবাদাতাঃ দিনাজপুরের নবাবগঞ্জে মাদ্রাসা ছাত্র হত্যা মামলায় শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার শালখুরিয়া এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মৃত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় ওই ছাত্রের পিতা শাহিনুর রহমান একটি হত্যা মামলা দায়ের করে।এরপর পুলিশ ছাত্র-শিক্ষকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ওই মাদ্রাসার শিক্ষককে গ্রেফতার করে।
সে নওগাঁ জেলার চক টান্দুরিয়া গ্রামের আব্দুর রশিদ এর পুত্র হাসেম {৩২ }এর সম্পৃক্ততা পায়।
পুলিশ গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করেছে বলে তথ্যটি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ অশোক কুমার চৌহান।
সাম্প্রতিক কমেন্ট