যুক্তরাজ্যের বার্মিংহাম শহরের কেন্দ্রস্থলে ছুরি হামলার ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
পুলিশ একে ‘বড় ঘটনা’ বলে ঘোষণা করেছে, জানিয়েছে বিবিসি।
ওয়েস্ট মিডল্যান্ড পুলিশ জানিয়েছে, রোববার প্রথম প্রহর (স্থানীয় সময়) রাত প্রায় সাড়ে ১২টার দিকে প্রথম একটি ছুরি হামলার অভিযোগ পান তারা, এরপর আরও হামলার অভিযোগ আসতে শুরু করে।
পুলিশ ‘অনেক লোক আহত’ হওয়ার কথা জানালেও তাদের সংখ্যা ও আঘাত কতোটা গুরুতর তা জানায়নি।
ওয়েস্ট মিডল্যান্ডের মেয়র অ্যান্ডি স্ট্রিট জানিয়েছেন, হার্স্ট স্ট্রিট এলাকায় ঘটা ঘটনাগুলো ‘পরস্পর সম্পর্কিত বলে মনে হচ্ছে’।
তবে হামলার উদ্দেশ্য তখনও পর্যন্ত জানা যায়নি বলে জানিয়েছিলেন তিনি।
ঘটনাস্থল থেকে বিবিসির নিক ক্লিথেরো জানিয়েছেন, বার্মিংহামের যে অংশে গে ভিলেজ চাইনিজ কোয়ার্টারের সঙ্গে মিলেছে সেখানেই এ ঘটনাগুলো ঘটেছে। অনেক ক্লাব ও বার থাকার কারণে রাতে এই এলাকাটি সাধারণত ব্যস্তই থাকে।
তিনি বলেন, “কয়েকটি বড় দলের মধ্যে ব্যাপক মারামারির মধ্য দিয়ে ঘটনাটির শুরু হয়েছিল বলে মনে হচ্ছে, এরই এক পর্যায়ে ছুরি বের করে আঘাত করার ঘটনাগুলো ঘটেছে।”
সাম্প্রতিক কমেন্ট