মিজানুর রহমান, হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতাঃ ঠাকুরগাঁওয়ের হরিপুরে অটোর ধাক্কায় বাবলী আক্তার (৬) নামে এক শিশু কন্যা নিহত হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে হরিপুর উপজেলার ৩নং বকুয়া ইউনিয়নের তুলাদীঘি গ্রামের পাকা সড়কে।
নিহত বাবলী আক্তার উপজেলার ৩নং বকুয়া ইউনিয়নের তুলাদীঘি গ্রামে বাবুল হোসেনের কন্যা।
বাবুল হোসেন জানান,আমার শিশু কন্যা সন্ধ্যা ৭টার দিকে বাড়ির সামনে রাস্তা ক্রসিং হওয়ার সময় অটোর ধাক্কায় গুরুত্ব আহত হয়। সঙ্গে সঙ্গে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হরিপুর হাসপাতাল নেওয়ার পথে মারা যায়।
আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় তার জানাযা অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আবুল কাশেম বর্ষা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সাম্প্রতিক কমেন্ট