দিনাজপুর সংবাদাতাঃ দিনাজপুরের খানসামায় মাস্কের ব্যবহার নিশ্চতকরণে সচেতনতামূলক কার্যক্রম ও মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
১৩ আগস্ট বৃহস্পতিবার সকালে উপজেলার খানসামা বাজার ও পাকেরহাটে ভ্রাম্যমান আদালতের অভিযানে স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্ক ব্যবহার না করায় আঙ্গারপাড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহজাহান পাটোয়ারিসহ ৮ জনকে ৬ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ মাহবুব-উল-ইসলাম।
এর আগেও তিনি গত মঙ্গলবার উপজেলার বিভিন্ন হাট-বাজারে অভিযান করে ভ্রাম্যমান আদালতে ১১ জনকে সাড়ে ১১ হাজার টাকা জরিমানা করেন।
ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ মাহবুব-উল-ইসলাম বলেন, সরকার ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করলেও নানা অজুহাতে অনেকে মাস্ক ব্যবহার করছেন না। তাই ঘরের বাইরে সবার মাস্ক পরা নিশ্চিত করতে এই অভিযান চলছে। পরবর্তীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সাম্প্রতিক কমেন্ট