আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পর ব্রীজের নিচ থেকে গালিব হোসেন (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। গালিব ওই এলাকার ইদ্রীস আলীর ছেলে।
সোমবার (২৭ জুলাই) সকালের দিকে উপজেলার মহিষখোচা ইউনিয়নের চৌধুরী বাজার ওয়াব্দা ব্রীজের নিচ থেকে মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, গত রোববার (২৬ জুলাই) দুপুরে বাড়ির বাইরে বের হয়ে আর ফিরেনি শিশু গালিব হোসেন। অনেক খোঁজাখুঁজির করে তার সন্ধান পায়নি পরিবার।
সোমবার সকালে বাড়ির অদূরে একটি ব্রীজের নিচে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, গোসল করতে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।
মহিষখোচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন চৌধুরী মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
সাম্প্রতিক কমেন্ট