দিনাজপুর সংবাদাতাঃ দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ইছামতি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফজলুর রহমান মারা গেছেন। তিনি চিরিরবন্দর উপজেলার সাতনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। এছাড়াও তিনি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক।
বুধবার (১৫ জুলাই) ভোর সোয়া ৫টায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জেলার সিভিল সার্জন আব্দুল কুদ্দুস জানিয়েছেন।।
তিনি বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হলে ফজলুর রহমানকে গত ৩০ জুন এই হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিনই তার নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষার প্রতিবেদনে তার পজিটিভ আসে। এরপর থেকে তিনি এই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন।
এ নিয়ে এ জেলায় করোনাভাইারাসে আক্রান্ত হয়ে চিকিৎসক ও পুলিশসহ ২০ জনের মৃত্যু হল বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান সিভিল সার্জন।
সাম্প্রতিক কমেন্ট