দিনাজপুর সংবাদাতাঃ বিরলে মঙ্গলবার মধ্যরাতে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে। প্রচুর বৃষ্টিপাতে নীন্মাঞ্চল প্লাবিত হয়ে বিল, ডোবা ও নালার ধানক্ষেত তলিয়ে গেছে।
উপজেলার পলাশবাড়ী ইউপি’র সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্বাস উদ্দীন এর সাকইর গ্রামের প্রায় দুইশত বছরের পুরোনো আমবাগানের গাছ উপড়ে পরে তছনছ হয়ে গেছে বাগানটি।
বাগানের ইজারাদার হাসান আলী জানান, প্রতি বছর প্রায় ১২-১৫ লাখ টাকা বাগানটি পরিচর্যায় ব্যায় হয়।
হঠাৎ ঝড়ের তান্ডবে বাগানের গাছ উপড়ে পরে। বড় প্রায় ১৫ টি গাছ সম্পূর্ণ এবং ১৭৫ টি গাছের আংশিক ডালপালা ভাঙ্গার কারণে ২০-২৫ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে।
দুলহরী গ্রামের ইয়াকুব আলী জানান, নোনা নদীর পাড়ে ইরি-বোরো ধান ক্ষেত তলিয়ে গেছে।
এছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে এ ধরণের ঝড় ও বৃষ্টিতে ক্ষয়ক্ষতি হয়েছে।
সাম্প্রতিক কমেন্ট