দিনাজপুর সংবাদাতাঃ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগে দুই ডিলারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে খাদ্য বিভাগ।
বুধবার বীরগঞ্জ থানায় এই অভিযোগ দায়ের করেছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ফিরোজ আহমদ মোস্তফা।
এই দুই ডিলার হলেন পলাশবাড়ী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বাহাদুর এবং রহিমুল ইসলাম।
বীরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন প্রধান বলেন, থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ করা হয়েছে। যেহেতু অভিযোগটি দুর্নীতি বিষয়ক সে কারণে অভিযোগটি জিডি আকারে গ্রহণ করে দুর্নীতি দমন কমিশন বরাবর প্রেরণ করা হয়েছে।
খাদ্য কর্মকর্তা ফিরোজ আহমদ মোস্তফা বলেন, ডিলার নাজমুল হোসেন বাহাদুর ২ হাজার ৭৩০ কেজি চাল এবং রহিমুল ইসলাম ৩ হাজার কেজি চাল আত্মসাৎ করেছেন। তারা দুজনই ভুয়া মাস্টাররোল তৈরি করে এসব চাল আত্মসাৎ করেছেন।
অভিযোগের সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে ওই দুই ডিলারের ডিলারশিপ বাতিল করা হয়েছে বলে ফিরোজ আহমদ জানান।
তিনি জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত দুই ডিলার সাথে চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
সাম্প্রতিক কমেন্ট