নাইজারের সংঘাতকবলিত সাহিল রাজ্যের দক্ষিণ-পূর্বাঞ্চল এবং পার্শ্ববর্তী নাইজেরিয়ায় পৃথক অভিযানে বোকো হারামের ৭৫ জঙ্গি নিহত হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে এ কথা জানায়।
নাইজারের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রধান শহর ডিফার দক্ষিণে সোমবার ২৫ জঙ্গি নিহত হয়। ঔ দিনই নাইজেরিয়ার লেক চাঁদ এলাকায় ৫০ জনের মৃত্যু হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বোকো হারাম বিরোধী আঞ্চলিক বাহিনীর যৌথ অভিযানে দুইটি পৃথক রক্তাক্ত সংঘর্ষে এই জঙ্গিরা নিহত হয়। নিরপেক্ষ কোন সূত্র থেকে নিহতের এই সংখ্যা যাচাই করা যায়নি। সূত্র: এএফপি
সাম্প্রতিক কমেন্ট