Hili Mapবিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের হাকিমপুরের হিলি স্থলবন্দরে অবস্থিত বাংলাহিলি কাষ্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশনের উদ্যোগে বুধবার স্থানীয় এমপিকে সংবর্ধনা প্রদান ও নবনির্বাচিত সিঅ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশনের  দ্বি-বার্ষিক কমিটির শপথ গ্রহন অনুষ্ঠিত হয়।

এসোসিয়েশনের সভাপতি আবুল কাশেম আজাদের সভাপতিত্বে একযোগে অনুষ্টিত সভা দু’টিতে বক্তব্য রাখেন, দিনাজপুর-৬ (হাকিমপুর, বিরামপুর, ঘোড়াঘাট ও নবাŸগঞ্জ) আসনের এমপি শিবলী সাদিক, হাকিমপুর উপজেলা চেয়ারম্যান ও কমিটিটির উপদেষ্টা আজিজুর রহমান, ইউএনও আজাহারুল ইসলাম, হাকিমপুরের হিলি স্থল বন্দর সহকারি কমিশনার (এসি) শাকিল খন্দকার, হাকিমপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মোকলেছুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান ও কমিটিটির যুগ্ন সাধারণ সম্পাদক শাহিনুর রেজা শাহিন প্রমুখ।

সভা দু’টি পরিচালনা করেন আ.লীগ নেতা ও কমিটিটির বন্দর বিষয়ক সম্পাদক জামিল হোসেন চলন্ত।  উল্লেখ্য, গত ২৫শে এপ্রিল ১৮ সদস্য বিশিষ্ঠ দ্বি-বার্ষিক নির্বাহী এই কমিটিটি নির্বাচিত হয়।  এবং নবনির্বাচিত এই কমিটিটিকে শপথ বাক্য পাঠ করান এমপি শিবলী সাদিক।

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য