আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট থেকেঃ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় অটোরিকশার ধাক্কায় মোকছেদ আলী (৫৮) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।
রবিবার (১০ মে) বেলা ১২ টার দিকে উপজেলার কাজীরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোকছেদ আলী কাকিনা ইউনিয়নের কাজীরহাট গ্রামের বাসিন্দা।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন জানান, মোকছেদ হোসেন তার নিজ বাড়ি থেকে সাইকেল চালিয়ে গাভীর দুধ বিক্রির উদ্দেশ্য যাচ্ছিলেন। পথে একটি অটোরিকশা সাইকেলেটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়।
সাম্প্রতিক কমেন্ট