bonpa rnpপ্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এ্যাসোসিয়েশন (বনপা)’র রংপুর বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে। নর্দান নিউজ ২৪ ডটকম এর প্রকাশক রফিক সরকারকে সভাপতি এবং উত্তরবাংলা ডটকম এর প্রকাশক মুরাদ মাহমুদকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

বুধবার রংপুর বিভাগীয় কমিটির অনুমোদন দেন বনপার কেন্দ্রিয় কমিটির সভাপতি, শামসুল আলম স্বপন, সাধারণ সম্পাদক, মিজানুর রহমান হেলাল ও সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম।

রংপুর বিভাগীয় কমিটি: সভাপতি- রফিক সরকার ( প্রকাশক: নর্দান নিউজ ২৪ ডটকম), সহ-সভাপতি-এ.এইচ.এম রোকমুনুর জামান রনি (সম্পাদক: দিনাজপুর নিউজ ২৪ ডটকম), মাসুদার রহমান খান (নর্দার্ণ নিউজ ২৪ ডটকম), সাধারন সম্পাদক-মুরাদ মাহমুদ (প্রকাশক: উত্তরবাংলা ডটকম),  আল এনায়েত করিম রনি (আরবি নিউজ২৪ ডটনেট), এসটি শাহিন ( ভি গাইবান্ধা ডটকম), সাংগঠনিক সম্পাদক- ইউসুফ আলমগীর (কুড়িগ্রাম নিউজ ডটনেট), সহ-সাংগঠনিক সম্পাদক- শরিফুল ইসলাম আজাদ জয় (দিনাজপুর নিউজ ডটকম), দফতর সম্পাদক- সফিকুল আলম সফিক (পঞ্চগড় নিউজ ডটকম), অর্থ সম্পাদক- জিএম জয় (জয়বাংলা নিউজ), প্রচার সম্পাদক- এসএন আকাশ (দিনাজপুর ২৪ ডটকম), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক- জসিম উদ্দিন (সিসি নিউজ২৪ ডটকম)।

কার্যকরী সদস্য হচ্ছেন, এম আর জান্নাত স্বপন (কুড়িগ্রাম লাইভ ডটকম), মনজুরুল ইসলাম (এশিয়ান বাংলা নিউজ), আবুল কালাম আজাদ ( রংপুর নিউজ২৪ ডটকম) । উপদেষ্টা পরিষদে রয়েছেন, ড. শাশ্বত ভট্টাচার্য (উত্তরবাংলা ডটকম), আব্দুস সাত্তার (যোদ্ধা ডটকম)।

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য