বিরল (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বিরলে বিদেশ ফেরৎ একজনের সর্দি, কাশি ও শ্বাসকস্ট থাকায় চলমান করোনা সংক্রমন সন্দেহে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
আগামীকাল সোমবার তাঁর নমূনা সংগ্রহের প্রস্তুতি নিচ্ছে স্বাস্থ্য বিভাগ।
বিরল পৌর শহরের ২২ বছর বয়সী এক যুবক গতকাল রোববার দুপুরে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে বাড়ী ফিরে। সর্দি, কাশি ও শ্বাসকস্ট রয়েছে এমন সংবাদ স্থানীয় প্রশাসনের নিকট প্রতিবেশিরা জানালে উপজেলা প্রশাসনের পক্ষ হতে তাঁকে হোম কোয়ারেন্টাইনে রাখার পরামর্শ প্রদান করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার জিনাত রহমান জানান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার রোগী ও তাঁর পরিবারের সাথে যোগাযোগ রেখেছেন। আপাতত তাঁকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
এদিকে, জেলা সিভিল সার্জন ডাঃ আব্দুল কুদ্দুস জানান জেলায় এ পর্যন্ত ১১১ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে।
সাম্প্রতিক কমেন্ট