আরিফ উদ্দিন, গাইবান্ধাঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ গ্রামে (রেল কলোনী) রুপালী বেগম (৪০) নামে ৩ সন্তানের জননী কীটনাশক পানে আত্মহত্যা করেছেন।
স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসাপালে চিকিৎসাধীন অবস্থায় রুপালী বেগমের মৃত্যু হয়। সে বামনডাঙ্গা রেল কলোনীতে বসবাসকারী আনিছুল হক ওরফে সোহেল মিয়ার স্ত্রী ও (৩ সন্তানের জননী) ছিল।
রুপালী বেগম পাওনাদারদের চাপের মুখে সোমবার (২৪ ফেব্রুয়ারী) সন্ধ্যায় নিজ বাড়িতে কীটনাশক পান করলে পরিবারের লোকজন তাকে মুমূর্ষ আবস্থায় রমেক হাসাপালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীনাবস্থায় রুপালী বেগমের মৃত্যু হয়। দারিদ্রতার কারণে স্থানীয়ভাবে ৪ লাখ টাকার উর্দ্ধে ঋণী ছিল রুপালী বেগম।
থানা অফিসার ইনচার্জ- আব্দুল্লাহিল জামান জানান, বিষয়টি শুনেছি। তবে এখনো কোন লিখিত অভিযোগ আসেনি।
সাম্প্রতিক কমেন্ট