ঠাকুরগাওয়ের পীরগঞ্জে গরীব, দুস্থ ও অসহায় চক্ষু রোগীদের বিনা খরচে চোখের ছানি অপারেশন এবং ল্যান্স সংযোজনের জন্য রোগী বাছাই ও সেবা প্রদানের জন্য ১ দিনব্যাপী চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলার আরএম বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আলহাজ মোবারক আলী চ্যারিটেবল ট্রাষ্ট এ চক্ষু ক্যাম্পের আয়োজন করেন।
দিনাজপুর গাওসুল আজম বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম।
বক্তব্য দেন মোবারক আলী ট্রাষ্টের চেয়ারম্যান মুনিরউদ্দীন, ট্রাষ্ট পরিচালনা কমিটির সভাপতি ইকরামুল হক, ট্রাষ্টের সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, ট্রাষ্টের সাংগঠনিক সম্পাদক রেজাঊল করিম রাজা প্রমূখ।
পরে ক্যাম্প পরিদর্শন করেন ঠাকুরগাও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান। এ সময় বিশিষ্ট ব্যবসায়ী মঈনুল হোসেন সোহাগ, মোহাম্মদ রুহুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মোবারক আলী চ্যারিটেবল ট্রাষ্টের চেয়ারম্যান মুনিরউদ্দীন জানান, কয়েকবছর ধরে তারা এলাকার গরীব চক্ষু রোগীদের চিকিৎসার জন্য ক্যাম্প পরিচালনা করে আসছেন। এবার প্রায় ৬’শ চক্ষু রোগীকে চিকিৎসা সেবা প্রদান করে তাদের মধ্য থেকে ৭০ জনের চোখ অপারেশন করে ল্যান্স সংযোজনের জন্য বাছাই করা হয়।
তাদের বিনা খরচে দিনাজপুর গাওসুল আজম বিএনএসবি চক্ষু হাসপাতালে নিয়ে গিয়ে অপারেশনের মাধ্যমে চোখে ল্যান্স বসানো হবে।
সাম্প্রতিক কমেন্ট