মাসুদ রানা পলক, ঠাকুরগাঁও: প্রচন্ড কনকনে শীতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের উপজেলা পরিষদ গেটের পাশে ৪ দিন অনাহারে অসুস্থ্য অবস্থায় দিনাতিপাত করছে অজ্ঞাত এক অসহায় বৃদ্ধ। প্রায় ৭০ বছর বয়সী ঐ বৃদ্ধ ব্যক্তিকে দেখার মত কেউ নেই।
স্থানীয়রা বলছেন, ৪ দিন ধরে তিনি এভাবেই পীরগঞ্জ সমাজ সেবা অফিসের বামে ও উপজেলা পরিষদ গেটের ডানে অবস্থিত ৩য় শ্রেণী কর্মচারী কল্যাণ সমিতির ক্লাবের বারান্দ্রায় পরে আছে। কেউ কোনো খোঁজ রাখছে না। তবে তাকে এঅবস্থায় দেখে তার পাশে কম্বল, বস্তা ও খরকুটো রেখে গেছেন অজ্ঞাত কোনো ব্যক্তি। আলাউদ্দীন নামে এক ব্যক্তি মুঠোফোনে অসহায় এ বৃদ্ধ ব্যক্তিটির ব্যাপারে জানালে সেখানে গিয়ে দেখা যায়, পরিচয় দিতে না পারা ঐ বৃদ্ধ ক্ষুধারজ্বালা সইতে না পেরে খরকুটো খাবার চেষ্টা করছে। এসময় হালকা খাবার দেওয়া হলে তিনি তা খেয়ে নেয়। কিন্তু নিজের কোনো পরিচয় বলতে পরেননি তিনি।
আশপাশের দোকানদাররা বলছেন, তার ঘাড়ে ও পায়ে হয়তো ক্ষত রয়েছে তাই তিনি বসতে বা উঠতে পারছেন না। দূর্গন্ধে তার কাছে যাওয়া কষ্টকর। তবে প্রশাসন বা সকলের সহযোগিতায় তাকে চিকিৎসাসেবা দেওয়া সম্ভব বলে জানায় তারা।
সাম্প্রতিক কমেন্ট