কুড়িগ্রামের নাগেশ্বরীতে পূবালী ব্যাংকের ৪৭৫তম শাখার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় পৌর শহরের কলেজ মোড়স্থ নাগেশ্বরী শাখা কার্যালয়ে এর উদ্বোধণ করেন প্রধান অতিথি রংপুর অঞ্চল প্রধান উপ-মহা ব্যবস্থাপক কামরুজ্জামান।
শাখা ব্যবস্থাপক মুশফিকুর রহমানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন প্রধান অতিথিসহ পৌর মেয়র আবদুর রহমান মিয়া, সাবেক মেয়র মোহাম্মদ হোসেন ফাকু, নাগেশ্বরী কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ্জ শাহেদুল ইসলাম, বণিক সমিতির সভাপতি নুরন্নবী দুলাল, গোলাপ খাঁ ট্রাস্টের চেয়ারম্যান রবিউল ইসলাম খাঁন প্রমুখ।
এছাড়াও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক কমেন্ট