Kashiকাশী কুমার দাস॥ বিরল উপজেলা ৩নং ধামইর ইউনিয়নের ধামইর গ্রামের বাসিন্দা বিশিষ্ট সমাজসেবক ও ধর্মীয় সংগঠক স্বরেন চন্দ্র রায় বার্ধক্যজনিত কারণে গত রোববার বিকেলে নিজস্ব বাসভবনে ইহলোক ত্যাগ করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ১০২ বছর। তিনি স্ত্রী, ১ পুত্র, নাতী, নাতনী, আত্মীয় স্বজনসহ বহু বন্ধু-বান্ধব রেখে যান। তার মরদেহ পারিবারিক ধামইর মহাপুকুর শশ্মানে গতকাল সোমবার দাহ কার্য সম্পন্ন করা হয়। দাহ কার্য অনুষ্ঠানে সিডিসির নির্বাহী পরিচালক যাদব চন্দ্র রায়, সিডিসির পিআরপিডি-ডিআই প্রকল্পের ডিআইআরএফ শৈলেন চন্দ্র রায়সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তার মৃত্যুতে সিডিসির নির্বাহী পরিচালকসহ সিডিসির সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ গভীর শোক এবং স্বর্গীয় স্বরেন চন্দ্র রায়ের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য