মাসুদ রানা পলক, ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁওয়ে জমি বিরোধের জের ধরে প্রতিবেশিদেরকে মারপিট করার পর তাদের হাসপাতালে ভর্তি করার অভিযোগ উঠেছে।
বুধবার সকালে সদর উপজেলার আঁকচা ইউনিয়নের দক্ষিন বোঠিনা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার অভিযোগ করেন দক্ষিণ বঠিনা গ্রামের বাসিন্দা মকলেছুর রহমান।
এ ঘটনায় আহত হয়েছেন মোকলেছুর রহমান (৩৬)। আহত ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এবং মৃত্যুর সাথে পাঞ্জা লরছে ।
এ বিষয়ে মকলেছুর রহমান জানান, আমার জমিতে খুটি দেবার সময় আমাকে পিছন থেকে আমাকে এলো পাথারি মারধোর করে। মারধোর করে তরিকুলের ছেলে রিপন(২২) সোলেমান আলীর দুই ছেলে, পুহাতু ও বিলাতু (৩৮) এরা মারপিট করে।
মকলেছুরের পিতা মামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছে।
সাম্প্রতিক কমেন্ট