দিনাজপুর সংবাদাতাঃ দিনাজপুরের বিরামপুরে ১হাজার লিটার চোলায়মদ ও মদ তৈরীর কাঁচামাল আটক করেছে র্যাব ১৩ সদস্যরা।পরে মদ ও মদতৈরির কাঁচামাল ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধা সাড়ে৭টায় উপজেলার কাটলা বাজার এলাকা থেকে এগুলো আটক করা হয়।
র্যাব – ১৩ দিনাজপুর এর অধিনায়ক মেজর ইমরান হোসেন কালের কন্ঠকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁর নেতৃত্বে সঙ্গীয় সৈনিকসহ বিরামপুর উপজেলার কাটলা বাজারের মাছ বাজারের দক্ষিণ পার্শে গৌর চন্দের বাড়িতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
এ সময়,স্থানীয় কাটলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজির হোসেন, থানা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অফিসার জাহাঙ্গীর আলম ও গণ্যমান্যদের উপস্থিতিতে জব্দকৃত এক হাজার লিটার চোলায়মদ, ২’শ ৫০ মিলির ১’শটি বোতল, ৩টি এ্যালুমিনিয়ামের বড় হান্ডি ও চোলায়মদ তৈরির কাঁচামাল ধ্বংস করা হয়।
সাম্প্রতিক কমেন্ট