বিরল (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বিরলে ডোবা থেকে গোলা কাটা অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে বিরল থানা পুলিশ।
শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার বিজোড়া ইউনিয়নের গনির মোড় এলাকা থেকে উদ্ধার করে।
বিরল থানার অফিসার ইনচার্জ এটিএম গোলাম রসুল জানান, এলাকাবাসীর খবর পেয়ে বিরল উপজেলার গনির মোড় পুরোনো রেলব্রীজের ডোবা থেকে একটি লাশ উদ্ধার করা হয়। লাশটির গোলায় কাটা দাগ আছে।
তবে লাশের পরিচয় পাওয়া যায়নি। লাশটি উদ্ধার করে দিনাজপুর আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানা হয়েছে।
এসময় খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পরিদর্শন করেন, সদর সার্কেল সুশান্ত চন্দ্র রায়।
সাম্প্রতিক কমেন্ট