arr (2)বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি দিনাজপুরের ফুলবাড়ি ৪০ ব্যাটালিয়নের সদস্যরা গত বুধবার সন্ধ্যা ৭টায় পৃথক দুইটি অভিযান চালিয়ে ফেন্সিডিল, গাঁজা ও মদ, ভারতীয় ফলসহ জিয়াউর রহমান (২৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত জিয়াউর রহমান দিনাজপুর সদর উপজেলার খানপুর গ্রামের দফিজ উদ্দিনের ছেলে। বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ফুলবাড়ি ৪০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল প্রকৌলশী লুৎফুল করিম বলেন, বিজিবি সদস্যরা ঐ সময় সীমান্তের মুসড়াপাড়া নামক স্থানে ২৫ বোতল ফেন্সিডিল, ৫০০ গ্রাম গাঁজা, বোতল বিদেশি মদসহ জিয়াউর রহমানকে গ্রেফতার করে। অপরদিকে বিজিবি সদস্যরা ফুলবাড়ি রেল স্টেশনে অভিযান চালিয়ে ২৭০ কেজি ভারতীয় কেনু ফল ও ৩২ কেজি আপেল আটক করে। তবে এর সাথে জড়িত কাউকেই গ্রেফতার করা যায়নি।

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য